Sunday, August 24, 2025
HomeScrollতৃতীয় লিঙ্গের পাশে প্রথম থেকেই আছে রাজ্য সরকার, বিধানসভায় বক্তব্য শশী পাঁজার

তৃতীয় লিঙ্গের পাশে প্রথম থেকেই আছে রাজ্য সরকার, বিধানসভায় বক্তব্য শশী পাঁজার

কলকাতা: আজ বিধানসভার (Assembly) উল্লেখ পর্বে মহম্মদ আলি তৃতীয় লিঙ্গের (Third gender) মানুষদের জন্য কিছু প্রস্তাব রাখেন। এই প্রসঙ্গে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Minister Shashi Panja) বলেন, কেন্দ্রের আইন শুরুর আগেই এই রাজ্যে সরকার (state government) ২০১৩তে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে শুরু করেছিল।

আরও পড়ুন: রাজ্যের বাজেট অধিবেশনে ফের বিরোধীদের ওয়াকআউট! কী বললেন চন্দ্রিমা?

তাদের জন্য টিডিবি করেছিল। এর জন্য দরকার সচেতনতা। সেই লক্ষেই আমরা চলেছি। উদাহরণ মানবী বন্দ্যোপাধ্যায় একটি কলেজের অধ্যক্ষ হয়েছেন। তৃতীয় লিঙ্গের জন্যে ফর্মে জায়গা আছে। আমরা ইসি কে লিখেছিলাম। কোভিড কালে ব্রাত্য যাতে না হয়। তাদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করতে, করা হয়েছে। তারা চান সামাজিক স্বীকৃতি ‌সচেতনতা বৃদ্ধি গ্রহণ করে তাদের গ্রহনযোগ্যতা বাড়িয়ে তোলা।

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সেল্ফ ডিক্লারেশনই যথেষ্ট। ডিএম এর কাছে আবেদন করলেই সেই সার্টিফিকেট বা আই কার্ড পেতে অসুবিধা হবে না বলে জানান শশী পাঁজা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News